নেত্রকোনার পূর্বধলায় ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া এলাকায় স্থানীয় লাউয়ের খাল নামক স্থান থেকে চান্দের মা (১০০) বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে আবাসন প্রকল্পের পাশ দিয়ে বয়ে যাওয়া স্থানীয় লাউয়ের খাল নামক স্থানে বৃদ্ধার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পূর্বধলা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সে নেত্রকোনা সদর থানার মৌগাতী ইউনিয়নের জঙ্গল ফচিকা গ্রামের মৃত. ফজর আলীর স্ত্রী।
ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারক জানান, ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া আবাসন প্রকল্পের পাশ দিয়ে বয়ে যাওয়া লাউয়ের খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মৃত চান্দের মা’র ছেলে মো. দুলাল মিয়া জানান, দীর্ঘদিন থেকে তার মা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। অনেক সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। পরে অনেক খোঁজাখুঁজি করে বের করতে হতো। গত রবিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Be First to Comment