“পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন ” প্রতিপাদ্যকে নিয়ে নেত্রকোণার পূর্বধলায় প্রাণিসম্পদ ও ডেইরী দপ্তর প্রকল্পর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আজ শনিবার উপজেলার হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন জাহিদুল ইসলাম সুজন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, মোতাহার হোসেন বকুল, কমান্ডার নিজাম উদ্দিন, সফল ডেইরি খামারি আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ পিহান।
প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করা হয় এবং প্রদর্শনীতে উপস্থিত শিশুদের বিনামূল্যে দুধ পান করানো হয়।
Be First to Comment