বর্তমান সময়ে করোনার প্রকোপ রোধে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার চৌরাস্তা, রাজার বাজার, বনপাড়া, জালশুকা, বালুচরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম।
এ সময় সাত ব্যক্তিকে ২হাজার একশত টাকা জরিমানা করেন। গণপরিবহনে সাধারন যাত্রী ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতামূলক মাইকিং প্রচারনা চালু রয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে নিয়মিত ঘটতে থাকা দুর্ঘটনা রোধের চেষ্টায় অতিরিক্ত বালু বোঝাই ও দ্রুতগতির ট্রাক চালককে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Be First to Comment