নেত্রকোনার পূর্বধলায় আজ আরো এক জনের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। রি-টেষ্ট এ পজিটিভ এক। নতুন আক্রান্তকৃত ব্যক্তি হলেন, তোফাজ্জল হোসেন (বাদশা) জারিয়া দক্ষিন পাড়া হাজ্বী মো.গনি তালুকদারের ছেলে ও মনোয়ারা বেগমের রি-টেষ্টে পজিটিভ এসেছে।
এ নিয়ে এ পূর্বধলা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১জনে। সুস্থ হয়েছেন ২১ জন। ২৩ জুন মঙ্গলবার নেত্রকোনা জেলা সির্ভিল সার্জন অফিস এর অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে।
Be First to Comment