বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন শাখা।
আজ শুক্রবার (৫ জুন) পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে পূর্বধলা উপজেলা ছাত্রলীগ সদস্য মুনতাসির মাসুদ খান ফাহিম এর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও রাস্তার পাশে বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন আগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব হোসেন মোকাব্বিরসহ আগিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ফাহিম জানান, ৫ই জুন ২০২০ বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতক উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা আহমদ হোসেনের নির্দেশে পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মণি পরামর্শ অনুযায়ী আগিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, রাস্তায় এবং পতিত জায়গাসমূহে বৃক্ষরোপণ করা হয়েছে।
Be First to Comment