Press "Enter" to skip to content

পূর্বধলায় রক্তমিতা ফোরামের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোণার পূর্বধলায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন রক্তমিতা ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার স্টেশন বাজার, মঙ্গলবাড়ীয়া বাজারসহ অন্যান্য বিভিন্ন বাজারে, মসজিদ, পথচারীদের মাঝে এসব মাস্ক ও সাবান বিতরণ করেন রক্তমিতা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি শাজাহান মিয়া ও সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন।

এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শফিকুজ্জামান, সাংবাদিক এমদাদুল ইসলাম খান, মোঃ শফিকুল ইসলাম খান, এসিক্লাবের সভাপতি নোমান শাহরিয়ার, টিপু শাহ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহজাহান শাহ্ প্রিন্সসহ রক্তমিতা ফোরামের সকল সদস্যবৃন্দ।

More from লাইফস্টাইলMore posts in লাইফস্টাইল »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.