দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুর্নীতি বিরোধী রচনা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় বিদ্যালয়ের সততা সংঘের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পারিবারের ভূমিকাই মুখ্য” এ ছাড়া “দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক রচনা ও নাটিকা উপস্থাপন করে শিক্ষার্থীরা।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদার, বিদ্যালয়ের সহকারি শিক্ষক, সুকান্ত সরকার, মো. তৌফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মেহেরুননেছা, মো, ইয়াহীয়া, পারভীন আক্তার ও খাইরুল ইসলাম প্রমুখ।
Be First to Comment