নেত্রকোণা নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন শাহেদ পারভেজ। তিনি ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
পরে জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকিক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ উপসচিব স্থানীয় সরকার বিভাগের কর্মরত ছিলেন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ শিক্ষা জীবনে পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডিং থেকে পলিসির উপর স্নাতক উত্তর ডিগ্রি লাভ করে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের উপস্থিতিতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
Be First to Comment