নেত্রকোনার পূর্বধলায় মোটরসাইকেল ধাক্কায় ফিরোজা খাতুন (৫০) এক নারী নিহত হয়েছে। আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে পূর্বধলা-হোগলা সড়কের আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত ফিরোজা খাতুন উপজেলার আগিয়া গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ফিরোজা খাতুন পূর্বধলা বাজার হতে অটোরিকশা যোগে আগিয়া সাকিন্থ জনৈক এখলাছ মিয়ার পুকুরের দক্ষিণ পাশে পূর্বধলা-হোগলা পাঁকা রাস্তায় নেমে অটোর ভাড়া পরিশোধ করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ফিরোজা খাতুনকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হন তিনি। পরে স্থানীয় লোকজন ফিরোজা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Be First to Comment