বোরো আর আমন মৌসুমে চাষিদের হিড়িক পড়ে খড় শুকানোর আর এই কাজের জন্য বেছে নেয়া হয় শহর,গ্রাম-গঞ্জের পিচ ঢালা রাস্তাগুলোকে,তবে সড়কে শুকাতে দেয়া খড়ের কারণে দুর্ঘটনায় পড়তে হয় ছোট বড় যানবাহনসহ পথচারীদের এমনি দৃশ্য চোখে পড়ে নেত্রকোনা পূর্বধলা উপজেলায় আগিয়া-হুগলা সড়কসহ গ্রামের বিভিন্ন রাস্তায়।
পূর্বধলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায় বোরো চাষিরা মাঠ থেকে ধান কেটে রাস্তায় রাখছেন,আবার সেখানেই ধান মাড়াই করে খড় রাস্তায় বিছিয়ে শুকাচ্ছেন,যার ফলে এসব রাস্তায় অনেকটা আতংক নিয়ে যাতায়াত করছে পথচারীসহ যাত্রীরা,মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটছে অহরহ
কথা হয় আগিয়া ফার্মগেট নামক স্থানে খড়ের পালার নিকট দাঁড়িয়ে থাকা মাহবুবুর রহমানের সাথে,তিনি পূর্বধলা দর্পনকে বলেন,পূর্বধলা থেকে হুগলা যাওয়ার এই রাস্তা তো এমনিতেই ছোট,তারপর আবার মানুষ খড় শুকিয়ে রাস্তায় পালা করে রেখেছে,এমন অবস্থায় দুইটি গাড়ি কিভাবে আসা-যাওয়া করবে?এর ফলে রাস্তায় বাড়ছে যানজট,খড় শুকানোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
একজন অটোচালক বলেন,যেভাবে রাস্তায় খড় বিছিয়ে রেখেছে কখন যে কি হয়!গাড়ি জোরে টানতে পারছিনা,ব্যাটারির চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আরেক মটর সাইকেল পথচারী বলেন,খড় তো পিচ্ছিল,গাড়ি চালাতে ভয় হচ্ছে,আবার বৃষ্টি হলে আরো পিচ্ছিল হয়ে যায়।কয়েকদিন আগে একটুর জন্য এই রাস্তায় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। ধানের সময় হলেই এই রাস্তাগুলোর বেহাল দশা হয়। চলাচলে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি’।
Be First to Comment