নেত্রকোনার পূর্বধলায় গতকাল রবিবার ১০ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে ১০ ইউনিয়নের ৯০ জন সাধারন সদস্য ও ৩০জন সংরক্ষিত মহিলা সদস্য কে- শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী ।
আরও উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন চৌধুরী, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, বিশকাকুনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আল আমিন, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ , গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান মোশাররফ।
শপথ বাক্য পাঠ শেষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম আপনারা জনগনের ভোটে নির্বাচিত সদস্য জনগনের সুখ, দুঃখে আপনারা পাশে থাকবেন এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।
Be First to Comment