নেত্রকোণা পূর্বধলায় ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে ইউনিয়নে চেয়ারম্যান একজন সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) তিনজন ও সাধারণ আসনের সদস্য নয়জন নির্বাচিত হন তাদের সকলের তথ্য।
পূর্বধলা সদরে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী মো: সিদ্দিকুর রহমান বুলবুল পিতা- মমিন আলী তালুকদার, গ্রাম- তারাকান্দা।
সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) ১,২,৩ থেকে নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার, স্বামী- আবুল হাসিম, গ্রাম- উঃ রাজপাড়া। ৪,৫,৬ থেকে জরিনা, স্বামী- মোতাহার হোসেন, গ্রাম- তারাকান্দা। ৭,৮,৯ থেকে নুরুন্নাহার, স্বামী- ছাবেদ আলী, গ্রাম- সিন্দুরাটিয়া।
সাধারণ আসনের সদস্য ০১ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ ইসলাম উদ্দিন, পিতা- আমছর আলী, গ্রাম- পূর্বধলা। ০২ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ সাদেক মিয়া, পিতা- মিরাজ আলী, গ্রাম- বারধার। ০৩ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন হান্নান মামুদ, পিতা- রাজ মামুদ, গ্রাম- ছোছাউড়া। ০৪ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা খান পিতা- মো: খোরশেদ খান, গ্রাম- সিজকান্দি। ০৫ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আবু সিদ্দিক পিতা- ইয়ার হোসেন, গ্রাম নয়াপাড়া।
০৬ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুল হক ভূইয়া পিতা- সিরাজ উদ্দিন ভূইয়া, গ্রাম- তারাকান্দা। ০৭ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আজিম উদ্দিন পিতা- মোঃ আবেদ আলী, গ্রাম- নসীবপুর। ০৮ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল হক দরজী পিতা- মুসলিম উদ্দিন দরজী, গ্রাম- নারায়নডহর। ০৯ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ বাবুল মিয়া পিতা- মোঃ রহমত আলী, গ্রাম- শালদিঘা।
Be First to Comment