Press "Enter" to skip to content

পূর্বধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ জনের মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা পূর্বধলার আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রার্থী প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হলো। চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদে ০৫ জন, সাধারণ সদস্য ১২ জন ও সরক্ষিত মহিলা সদস্য বৈরাটি ইউনিয়নের একজন।

চেয়ারম্যান যারা প্রত্যাহার করেছেন তারা হলেন পূর্বধলা ইউনিয়নের মো: মোস্তফা জামান, হোগলা ইউনিয়নের আবুল কালাম আজাদ, বিশকাকুনী ইউনিয়নের মাহমুদুল হাসান রতন একই ইউনিয়নের মো: দুলাল মিয়া ও জারিয়া ইউনিয়নের রেজা মো: সোহেল রানা। নির্বাচন কর্মকর্তা মোহামমদ ফরিদ উদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে চেয়ারম্যান ৫০, সংরক্ষিত মহিলা সদস্য ১২৬ ও সাধারণ সদস্য ৩৮৮ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, ৩য় ধাপে পূর্বধলা উপজেলার তফসিল ঘোষণা হয়েছে এতে ৪ নভেম্বর বাচাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ১২ নভেম্বর প্রতীক বরাদ্ধ ও ২৮ নভেম্বর নির্বাচন।

More from নির্বাচনের মাঠMore posts in নির্বাচনের মাঠ »
More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from রাজনীতিMore posts in রাজনীতি »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.