নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নে গতকাল ২৮ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে “গাছ লাগান পরিবেশ বাঁচান” কর্মসূচির আওতায় ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবদুল মাননান খানের দিকনির্দেশনায় স্থানীয় বিদ্যালয় ও বাজারের পাশে অর্ধশতাধিক ফলন্ত মাল্টা ও পেঁপে গাছ রোপন করা হয়, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পুষ্টি চাহিদা বিবেচনায় উন্মুক্ত রাখা হয়েছে।
এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পূর্বধলা কৃষি উন্নয়ন কর্মকর্তা মো.শফিকুল ইসলাম,উপ সহকারি কৃষি কর্মকর্তা শেখ নার্গিস আক্তার, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,সাংবাদিক আমিনুল ইসলাম মনি,সমাজকর্মী জাকির আহমেদ প্রমূখ।
Be First to Comment