নেত্রকোণার পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপি নেত্রকোণা এপিসি’র আয়োজনে ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার উত্তর কালডোয়ারে শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ ও রেজিষ্টার্ড শিশুদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর কালডোয়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কাঞ্চল দত্তের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন, পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার মানসী মোদক। বক্তব্য রাখেন, এপির স্পন্সরশীপ অফিসার ফ্রান্সিস রুপী গোমেজ, সাংবাদিক প্রতিনিধি সাদ্দাম হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কালডোয়ার গ্রাম উন্নয়ন কমিটির সদস্য মোঃ দুলাল মিয়া, সিরাজুল ইসলাম, আল আমীন, আকবর আলীসহ এপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

পূর্বধলায় ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভা
More from গণমাধ্যমMore posts in গণমাধ্যম »
More from জাতীয়More posts in জাতীয় »
More from জীবনধারাMore posts in জীবনধারা »
More from প্রচ্ছদMore posts in প্রচ্ছদ »
More from বিশেষ সংবাদMore posts in বিশেষ সংবাদ »
More from শিক্ষাMore posts in শিক্ষা »
More from সকল সংবাদMore posts in সকল সংবাদ »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »
Be Fir to Comment