দর্পন ডেস্কঃ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পিকনিক থেকে ফেরার পথে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দূর্গাপুর উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনা খবর পেয়েই ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনালের ৪৬ শিক্ষার্থী আজ (২৯ ফেব্রুয়ারি) সকালে দুটি পিকাপভ্যানে করে পিকনিকে আসে দূর্গাপুর। তাদের মধ্যে বেশিরভাগই এসএসসি পরীক্ষায় এ বছর অংশগ্রহণকারী।
রাতে ফেরার পথে শান্তিপুর এলাকায় পিছনের পিকাপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে ময়মনসিংহ মেডিকেল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Be First to Comment