দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবীন শিার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক শুধাংশু শেখর তালুকাদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী। অনুষ্ঠান পরিচালনা করেন বিএসসি শিক্ষক নূর আহাম্মদ খান রতন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, শরীর চর্চা শিক্ষক সৈয়দ মেহেদী হাসান, এনামুল করীম বাদশা, জাহানারা বেগম, আঃ ছালাম, রতন কুমার দত্ত, মোঃ শহীদুল ইসলাম, বীনা রানী সরকার, হোসনা বেগম, শাহানা আক্তার রুপা, কামরুন্নাহার, মেহেদী হাসান খান, জাকিয়া বিলকিসসহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থীরা ২০২০ সালের নবীন শিার্থীদের ফুল দিয়ে বরণ করেন।
Be Fir to Comment