বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি শাহিনুর রহমান বাবলুর উদ্যোগে পূর্বধলা বাজারে অসহায় ও পথচারী মানুষদের মধ্যে সেহরি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্যরাতে ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান বাবলু কয়েকজনকে সঙ্গে নিয়ে পূর্বধলা বাজারে সেহরী বিতরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহিনুর রহমান বাবলু বলেন, দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে আশেপাশের কোনো মানুষ বিশেষ করে অসহায়, শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই আমাদের দেশটাকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব, আমি সেটাই বিশ্বাস করি।
তিনি আরও বলেন পবিত্র রমজানে ইফতার পার্টি না করে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে অসহায় মানুষদের মধ্যে সেহরি ও ইফতার বিতরণ করছি। ছাত্রলীগের নেতা হিসেবে আমি সকল ছাত্র সহ সকল মানুষের পাশে সবসময় আছি এবং সেবা করার চেষ্টা করবো।
সেহরী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রাশেদুল ইসলাম।
এ বিষয়ে ওসি রাশেদুল ইসলাম বলেন- এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সে বিভিন্ন সময়ে সঙ্কটপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, বর্তমানে সেটা চলমান রয়েছে এবং আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সকলকে বাবলুর মত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।
উল্লেখ্য শাহীনুর রহমান বাবলু এর আগেও নিজ এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।
Be First to Comment