একশত আট বছরের পুরনো পূর্বধলা জগৎমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৪ শিক্ষা বর্ষের ষষ্ঠ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল ১০:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাবুল চন্দ্র সরকার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। দশম শ্রেনীর শিক্ষার্থী মাইশা ফাহমিদা ও সূচনা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান,পূর্বধলা জগৎমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শুধাংশু শেখর তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ সরকার রাজ্জাক।
অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক, বাবুল চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নুরে আলম ছিদ্দিকি মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলায়াত করেন, আয়েশা ছিদ্দিকা, গীতা থেকে পাঠ করেন, প্রার্থিতা দাস। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশ করেন স্কুলের শিক্ষাথীরা।
শাহেদ পারভেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তিনি বলেন ঐতিহ্যবাহী শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান জেলা পর্যায়ে ৪ বার শ্রেষ্ঠ নির্বাচিত হয়,এছাড়া ছাড়া খেলাধুলা, স্কাউট সহ সকল পর্যায়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। সকল শিক্ষার্থীদেরকে জানার ও শিখা এবং পড়ার আগ্রহ থাকতে হবে। বেশি বেশি পড়লেই বেশি বেশি জানা যাবে। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মাদক বাল্য বিয়ে নির্মূলে সকলকে দেশ সেবার কাজে আত্ম নিয়োগ করারও আহবান জানান। শিক্ষার কোন শেষ নেই এবং শিক্ষার কোন বিকল্প নেই দাবী করে সকল শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
Be First to Comment