নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
এতে নৌকা প্রতীকের অন্তত ৫জন সমর্থক আহত হয়েছে। আহতরা হলেন- উপজেলার উত্তর কালডোয়ার গ্রামের ইয়াসমিন আক্তার (৩৫) আলিমা খাতুন (৩৬) আমেনা খাতুন (৭০) শাপলা আক্তার (৩০) ও মো. হাফিজুল ইসলাম (৩৪)। তাদেরকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বধলা উপজেলার হাটকান্দা বাজারে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আহমদ হোসেনের সমর্থকরা মিছিল করে। মিছিল শেষে বাড়ি ফেরার পথে উত্তর কালডোয়ার গ্রামে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের ট্রাক প্রতীকের সমর্থক তানিয়া, রাব্বি, হিরা মিয়ার নেতৃত্বে ৫/৬ জন তাদের ওপর হামলা চালায়। এতে নৌকা প্রতীকের সমর্থক অন্তত ৫জন আহত হয়। তাদেরকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. খবিরুল আহসান আহতদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোগলা বাজারে নৌকা প্রতীকের সমর্থকরা ট্রাক প্রতীকের সমর্থকদের প্রচারণা চালাতে বাধা দেয়। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় দুই পক্ষ পূর্বধলা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। উভয় পক্ষই থানায় পৃথক জিডি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, দুই প্রার্থীর নারী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Be First to Comment