সারা দেশের ন্যায় নেত্রকোনা পূর্বধলাতেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কেন্দ্রীয় নেতা আহমদ হোসেনের নির্দেশনায় পূর্বধলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে স্ব স্ব ইউনিয়নের আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।
তফসিল ঘোষণার পরই পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ স্টেশন বাজার কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এ সময়ে নেতাকর্মীরা বলেন নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে।
Be First to Comment