বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা। রবিবার (১২ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার পরিষদ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পূর্বধলা বাজার প্রদক্ষিণ শেষে আরবান চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে একত্রিত হয়।
প্রতিবাদ সমাবেশে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিঠির সাধারন পরিষদ সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী।
এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ২নং হোগলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পূর্বধলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আনিসুর রহমান জুয়েল, উপজেলা মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল হক।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আমরা তা মানিনা। আমরা রাজপথে থেকে তা প্রতিহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, এরই ধারাবহিকতা নস্যাৎ করতেই জালাও-পোড়াও কর্মসূচী দিয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা সহ রুয়েল ভাইয়ের নির্দেশে আমরা এ সকল ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিহত করবো।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।’
প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Be First to Comment