দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে। উপজেলার ঘাগড়া চৌরাস্তা বাজারে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ শাখা উদ্বোধন করা হয়।
ঘাগড়া ইউপি চেয়ারম্যান রেজু মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের রিজিওনাল হেড তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এরিয়া ম্যানেজার শ্যামল চন্দ্র দাস।
ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জায়েজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জিটিসিএল’র (পেট্রো বাংলা) ব্যবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন এম.এস মাল্টিমিডিয়ার প্রোপ্রাইটর মোঃ মিঠু সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খান, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের শ্যামগঞ্জ শাখার মাস্টার এজেন্ট প্রোপ্রাইটর মোঃ শফিকুল ইসলাম (সোহেল), ঘাগড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালিব, সাবেক প্রধান আশরাফ উদ্দিন খান, ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার মোহতামিম আবু তাহের, বর্ণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট শাখার উদ্বোধন করেন এসময় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Be First to Comment