নেত্রকোনার পূর্বধলায় ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীরা হাসপাতালে ছুটে আসছেন।
এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তারমধ্যে চিকিৎসাধীন রয়েছে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৩ জনকে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুলাই মাস থেকে উপজেলায় ডেঙ্গু রোগী সনাক্ত শুরু হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে মশারি ব্যবহার করতে হবে। তা না হলে ডেঙ্গু থেকে বাঁচার কোনো উপায় নেই। ডেঙ্গু পরীক্ষা ফি কমিয়ে সরকার নির্ধারিত মূল্য ৫০ টাকা করা হয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
Be First to Comment