দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ৪৯তম মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও ফি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেবা ডায়াগনোষ্টিক সেন্টার এ চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার হাসপাতাল গেইটে সেবা ডায়াগনোষ্টিক সেন্টারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরী মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মোহাম্মদ দেলোয়ার জাহান খান ও পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আজহারুল ইসলাম বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় স্থানীয় শতাধিক রুগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডাঃ মোহাম্মদ দেলোয়ার জাহান খান বলেন, যেহেতু মানুষের সেবা করার জন্য চিকিৎসা সেবা পেশা বেছে নিয়েছি। তাই দায়িত্ব পালনের পাশাপাশি মাঝে মধ্যে নিজ এলাকার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করার চেষ্টা করবো। ছুটির দিনগুলোতেও এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা অব্যহত থাকবে জানান এবং এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন তিনি।
Be First to Comment