পূর্বধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (০২ নভেম্বর)। নির্ধারিত সময় শেষে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৭ জন সংরক্ষিত মহিলা প্রার্থী, ৪০২ জন সাধারণ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, হোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: সাইদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আকন্দ খোকন, মো: বুলবুল মীর, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবীর, মো: ফারুক খান ও ইসলামী আন্দোলনের মাও: আব্দুল গফুর।
ঘাগড়া ইউনিয়নে মনোনয়ন দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজু মিয়া আকন্দ, স্বতন্ত্র প্রার্থী একেএম মাজহারুল ইসলাম রানা, মো: আব্বাস আলী ও ইসলামী আন্দোলনের ডা: নজরুল ইসলাম।
জারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোছা: মাজেদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মন্ডল নান্টু, মো: নজরুল ইসলাম তালুকদার, মো: কাজল মিয়া, রেজা মো: সোহেল রানা।
পূর্বধলা সদর ইউনিয়নে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী মো: আফতাব উদ্দিন, মো: সিদ্দিকুর রহমান বুলবুল, আশরাফুল করীম তুষার, মো: আজিম উদ্দিন খান, মো: মোস্তফা জামান, এরশাদুল হক, ইসলামী আন্দোলনের মো: আব্দুর রাশীদ।
আগিয়া ইউনিয়নে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: মোখলেছুর রহমান খান মুছা, স্বতন্ত্র প্রার্থী মো: সানোয়ার হোসেন চৌধুরী, মো: আজিজুর রহমান তালুকদার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সাকিবুল আনিছ সোহেল ও ইসলামী আন্দোলনের মাও: আবু সালেহ সোহাগ।
বিশকাকুনী ইউনিয়নে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোছা: লাভলী আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো: নজমুল হুদা ফিরোজ, সাংবাদিক মাহমুদুল হাসান রতন, জুনায়েদ আল হাবিব, আমিরুল ইসলাম আল আমিন, মো: দুলাল মিয়া, ইসলামী আন্দোলেনের মাও: আব্দুল মজিদ।
খলিশাউড় ইউনিয়নে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কমল কৃষ্ণ সরকার, স্বতন্ত্র প্রার্থী মো: ইয়াকুব আলী, মো: আসাদুজ্জামান তালুকদার, শওকত তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মাজহারুল ইসলাম।
নারান্দিয়া ইউনিয়নে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: আব্দুল কদ্দুস, স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম চৌধুরী (সম্রাট), আব্দুস সোবান সরকার, মো: হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মো: তোফাজ্জল ইসলাম।
গোহালাকান্দা ইউনিয়নে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন চান মিয়া, স্বতন্ত্র প্রার্থী ফকির মোহাম্মদ সায়েদ আল মামুন শহীদ, মো: আনোয়ার হোসেন, এনআরবি জাকির হোসেন তালুকদার, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর প্রার্থী মো: শফিকুল ইসলাম সোহেল।
বৈরাটি ইউনিয়নে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী আহম্মদ, স্বতন্ত্র প্রার্থী মো: আনিসুজ্জামান (মোশাররফ), জহিরুল ইসলাম জজ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী তালুকদার।
উল্লেখ ৩য় ধাপে পূর্বধলা উপজেলার তফসিল ঘোষণা হয়েছে এতে নভেম্বর ২ তারিখ মনোনয়ন জমাদানের শেষ দিন, ৪ নভেম্বর বাচাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ১২ নভেম্বর প্রতীক বরাদ্ধ ও ২৮ নভেম্বর নির্বাচন।
Be First to Comment