কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার সন্ধ্যায় পূর্বধলা স্টেশন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পূর্বধলা বাজার স্টেশন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগ, পূর্বধলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ পূর্বধলা উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার।
এ সময় উপস্থিত ছিলেন রফিক উদ্দিন মাষ্টার, আবু সাঈদ খোকন, মজিবর রহমান, সারোয়ার হোসেন খোকন, আমিনুল ইসলাম মন্ডল নান্টু, আকাইদুল ইসলাম, লুৎফর প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে স্বাধীনতার চেতনা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তারা স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে ঘাপটি মেরে আছে। এই অশুভ শক্তিকে রুখতে হলে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ভাস্কর্য ভাঙচুর কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Be First to Comment