মোহাম্মদ আলী জুয়েল: সম্রাট আমার বাল্যবন্ধু, প্রতিবেশী, সহপাঠী আবার কখনো অভিভাবক। বলতেই হচ্ছে বন্ধু, তুমি দ্রুত সুস্থ হও। তোমাকে আমাদের পূর্বধলাবাসীর খুব প্রয়োজন। তুমি সুস্থ হলে আমরা স্বাস্থ্য সেবা পাব। তোমার সুস্থ হওয়াটা তোমার জন্য যতটুকু না জরুরী তার চেয়ে আরো বেশি জরুরী আমাদের জন্যে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরি এটেনডেন্ট হাফিজুল্লাহ সম্রাট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে নেত্রকোনা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
ঘরে থাকুন, সুস্থ থাকুন এই নির্দেশে যখন সবাই সুস্থ থাকতে চেষ্টা করছে তখন হাফিজুল্লাহ সম্রাটের মতো স্বাস্থ্য সেবীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে ব্যস্থ। যে কয়েকজন সামনের সারির করোনা যুদ্ধা রয়েছেন তাদের মধ্যে সম্রাটেরা অন্যতম। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত করোনা রোগীদের সেম্পল কালেকশন করতেন তিনি। বিভিন্ন সময়ে করোনা আক্রান্ত রোগীদের সেম্পল কালেকশন করতে উপজেলার প্রত্যন্ত গ্রামেও তাকে যেতে হয়েছে। তবুও তিনি দায়িত্ব-কর্তব্যের সাথে আপোষ করেননি। করোনা পজেটিভ হওয়ার পর থেকে তিনি নিজ বাড়ি খলিশাপুরে হোম কোয়ারেন্টে আছেন।
Be First to Comment