ঈদুল ফিতরের প্রত্যয় হলো সকল ভেদাভেদ ভুলে সবাই পরস্পরের আপন থেকে আরো আপন হয়ে যাওয়া। এর মাধ্যমে সামাজিক ও ভ্রাতৃত্বভোধের বন্ধন অটুট ও সুদৃঢ় হয়। ঈদুল ফিতরের এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত রাখতে হবে।
পূর্বধলার সকলস্তরের মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা। সকলে দোয়া করি যেন আল্লাহ যেন আমাদের এই করোনার মহামারী থেকে মুক্তি দান করুণ।
Be Fir to Comment