নেত্রকোণার পূর্বধলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায় দেয়ালিকা প্রকাশ করেছে পিএফএ ৭টি শিশু ফোরাম দল।
১৭ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম দেয়ালিকাগুলো প্রদর্শন করেন। নেত্রকোণা এবিসি’র এরিয়া ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন দেয়ালিকাগুলো প্রদর্শন করান। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, পূর্বধলা এপির কর্মকর্তাগণ, শিশু ফোরাম দলগুলোর সভাপতি ও সদস্যবৃন্দ।
দেয়ালিকায় গল্প-কবিতার বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরা হয়। শিশু ফোরামের তৈরি করা দেয়ালিকা সবার দৃষ্টি কাড়ে।
সেবাষ্টিয়ান পিউরীফিকেশন বলেন, বঙ্গবন্ধুকে জানা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, বই পাঠে আগ্রহ বাড়ানো, সাহিত্যচর্চায় মননশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠান পর্যায়ে সাংস্কৃতিক চর্চার বিকাশের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেয়ালিকা প্রদর্শন শেষে ইউএনও উম্মে কুলসুম সন্তোষ প্রকাশ করে বলেন বঙ্গবন্ধুর জীবন সংক্ষিপ্ত হলেও ছিল কর্মময়। বঙ্গবন্ধু কোন নায়ক নয়, বঙ্গবন্ধু মানে আজকের ডিজিটাল বাংলাদেশ।

পূর্বধলায় মুজিব শতবর্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপি’র উদ্যোগে দেয়ালিকা প্রদর্শন
More from জাতীয়More posts in জাতীয় »
More from জীবনধারাMore posts in জীবনধারা »
More from প্রচ্ছদMore posts in প্রচ্ছদ »
More from প্রশাসনMore posts in প্রশাসন »
More from বিনোদনMore posts in বিনোদন »
- পূর্বধলা কেন্দ্রীয় শহিদ মিনারে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- পূর্বধলায় ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান
- পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নতুন কমিটি গঠিত নিজাম উদ্দিন সভাপতি, গোলাম মোস্তফা সম্পাদক
- ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলবেনা মটরসাইকেল মধ্যরাত থেকে বাইক চলাচল বন্ধ
- পূর্বধলা প্রেসক্লাবের কমিটি গঠন
More from রাজনীতিMore posts in রাজনীতি »
More from শিক্ষাMore posts in শিক্ষা »
More from সকল সংবাদMore posts in সকল সংবাদ »
Be Fir to Comment