দর্পন ডেস্কঃ নেত্রকোণার পূর্বধলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ও প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পূর্বধলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি হুমায়ূন কাদির পাঠান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও উম্মে কুলসুম। বিশেষ অতিথি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি জুলফিকার আলী শাহীন, সাধা. সম্পাদক নিউটন সরকার, যুগ্ন সাধা. সম্পাদক তৌহিদুল কবির রাসেল, কোষাধ্যক্ষ রুহুল আমীন জুয়েল, সদস্য সুমন সরকার প্রমুখ।
চিত্রাংকনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে ১ম-৫ম, খ বিভাগে ৬ষ্ঠ-১০ম এবং গ বিভাগে উন্মক্তভাবে অংশগ্রহন করে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
Be First to Comment