দর্পন ডেস্কঃ পূর্বধলায় সড়ক দূঘর্টনায় কাউসার আলম (১৪) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় ভবের বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঘটেছে। আহত কাউসার উপজেলার ভূগী গ্রামের আবদুল গণি মিয়ার ছেলে এবং ভূগী জাওয়ানি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম জানান, আজ উপজেলার হিরণপুর কেন্দ্রে পৌরনীতি পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল।
এমন সময় নেত্রকোণা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সিএনজি একটি সিএনজি তাকে জোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
Be First to Comment