দর্পন প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পদমর্যাদা ও বেতন স্কেল পরিবর্তনসহ চার দফা দাবী বাস্তবায়নে অনির্দিষ্টকালের মতো আজ মঙ্গলবার ২য় দিনেও কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন পূর্বধলা শাখা।
গত সোমবার সকাল থেকে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ করা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগসহ শূণ্য পদে নিয়োগ প্রদান এবং শতকার দশ ভাগ পোষ্য কোটার দাবীতে কর্মবিরতি পালন করছে।
এ কর্মবিরতিতে ইপিআই কর্মসূচীতে স্থবিরতা দেখা দিয়েছে। হাম রোবেলা টিকাদান প্রশিক্ষণ কর্মসূচি বর্জনসহ সকল কার্যক্রম থেকে বিরত রয়েছেন সংগঠনের সদস্যরা। অন্দোলনকারীরা জানান, বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের নির্দেশে সারা দেশের আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষনা করে কর্মবিরতি পালন করছেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মবিরতি চালিয়ে যাবেন।
Be First to Comment