নেত্রকোনার পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর গাছের চারা ও বিভিন্ন সবজির বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার সময় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে উপজেলার ১৭৯ জন কৃষকের মাঝে এ পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
উপকরণসমূহের মধ্যে রয়েছে- ১টি থাই জাম্বুরা চারা, লেবু গাছের চারা, পেয়ারা চারা- আমের চারা, ২টি পেপের চারা, ১০ রকমের সবজি বীজ, বীজ রাখার পাত্র, নেট, ৪০ কেজি জৈব্য সার ও প্রদর্শনী বোর্ড প্রভৃতি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসান। সভা পরিচালনা করেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: আলমগীর কবীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতার হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ আফরোজ মনি,তরুন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর , ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল, উপজেলা কৃষকলীগ সভাপতি আইয়ুব আলীসহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আহমদ হোসেন এমপি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সব জমি আবাদের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাড়ির উঠান ও আঙিনায় খালি জায়গায় সবজি চাষ করার গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা কৃষি অফিসার মো: আলমগীর কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পূর্বধলা উপজেলায় ১০০ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের নিয়ে বাগান স্থাপনের কলাকৌশলের উপর ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বীজ সার, বীজ সংরক্ষণের পাত্র,পানির ঝাঝরি ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ বিতরণ করছি। এর ফলে, কৃষক বাগন করে সবজি আবাদের মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মেটাতে পারবেন। সেই সাথে বাড়তি সবজি বাজারে বিক্রি করে আয় করতে পারে। সেই লক্ষ্যে সারা বছর ব্যাপি চাষ উপযোগী বিভিন্ন প্রতি মৌসুমেই বীজ ও সার দেওয়া হয়েছে।
Be First to Comment