নেত্রকোণা পূর্বধলা উপজেলা সমাজসেবা অফিসে জীবিত বিধবাকে মৃত দেখিয়ে তার নামে চালু থাকা বিধবা ভাতা বাতিল করার অভিযোগ পাওয়া গেছে। পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের উকুয়াকান্দা গ্রামের মৃত মামুদ আলীর স্ত্রী খাদিজা আক্তার ২০১৯ সালে যাচাইবাছাই শেষে বিধবা ভাতার কার্ড পান।
ইতোপূর্বে ব্যাংক ও পরে মোবাইল ব্যাংকের মাধ্যমে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত টাকা উত্তোলন করেছেন। এই ভাতার টাকায় তিনি নিজের ব্যয় বহন করতেন। গত বছরের মার্চ মাসের পর থেকে তিনি ভাতা পাচ্ছিলেন না ঘটনাটি জানতে তিনি সমাজসেবা অফিসে খবর নিতে গেলে তাঁকে জানানো হয়, ‘আপনি তো মারা গেছেন’ তাই ভাতা বন্ধ হয়ে গেছে।
দর্পন টিম খোঁজ নিতে সমাজ সেবা অফিসে গেলে সদর ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজ কর্মী জানান, তিনি এ দায়িত্বে নতুন এসেছেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
এ বিষয়টি সম্পর্কে জানতে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান জানান, বিষয়টি প্রতিকার চেয়ে খাদিজা আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। সমাজসেবা বিভাগকে সংশোধন ও তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
Be First to Comment