নেত্রকোনার পূর্বধলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বধলা জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানে’র সভাপতিত্বে আলোচনায় সভায় অংশ নেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, উপজেলা প্রকৌশলী সাদিকুর জাহান রিদান, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূর্বধলা শাখার সভাপতি এমদাদুল হক বাবুল, পূর্বধলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহাম্মেদ কামাল প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ অন্যেরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যদায় ও পালন করেছে।
Be First to Comment