নেত্রকোণার পূর্বধলা উপজেলার স্থানীয় ক্রীড়া সংগঠন আমতলা ক্রিকেট ক্লাবের (এসি ক্লাব) উদ্যোগে এপিএল-২০২৪ এর ১২তম আসরের উদ্বোধনী খেলা আজ শুক্রবার (২৬ জানুয়ারী) পূর্বধলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে আলোচনা সভায় এসি ক্লাবের সভাপতি সোয়াইব আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, এসি ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ইসতিয়াক রহমান, আরিফ রহমান তফসি জুয়েল, দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক শফিকুজামান, আজিন ড্রিম ফাইট্রার্স এর মালিক ইশতিয়াক আহমেদ বাবু, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল, কে.বি.এম নোমান শাহরিয়া, সাবেক আহবায়ক সাদরুল আমিন সোহেল।
এ সময় অংশগ্রহনকারী টিমের মালিক, সদস্য ও ক্রীড়াপ্রেমীগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় আজিন ড্রিম ফাইটার্সকে ৬ উইকেটে হারিয়েছে খান ওয়ারিয়র্স জয়লাভ করে।
এপিএল ১২তম আসরে চারটি দল প্রতিযোগিতা করছে টিমগুলি আজিন ড্রিম ফাইটার্স, খান ওয়ারিওয়র্স, বাট্টা এক্সপ্রেস, শ্রেয়ান কিংস।
Be First to Comment