নেত্রকোণা পূর্বধলায় স্থানীয় ক্রীড়া সংগঠন এসি ক্লাবের ঘরোয়া টুর্নামেন্ট এপিএল এর ক্রিকেট টিম খান ওয়ারিয়র্স তাদের জার্সির মোড়ক উন্মোচন করেছে, আজ বুধবার (২৪ জানুয়ারী) স্টেশান বাজারস্ত এসি ক্লাব কার্যালয়ে।
অনুষ্ঠানের প্রথম পর্বে জার্সির মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে টিম অধিনায়ক মুনতাসির মাসুদ খান ফাহিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিম মালিক ফয়জুর রহমান ঝন্টু, এসি ক্লাবের সাবেক সভাপতি নোমান শাহরিয়ার, এসি ক্লাব সভাপতি সোয়াইব হাসান, এসি ক্লাবের সহ-সভাপতি রবিউল কাওসার মেনন, এসি ক্লাব সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন, এপিএল পরিচালনা কমিটির সদস্য আব্দুর রওফ।
এ সময় উপস্থিত ছিলেন আগিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মিলন মিয়া, খান ওয়ারিয়র্স টিমের সদস্যসহ এসি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
Be First to Comment