নেত্রকোণার পূর্বধলায় স্কুলছাত্র রেজাউল ইসলাম (টিটুর) বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে টিটুর সহপাঠী ও স্বজনরা।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে পূর্বধলা থানার সামনে রাস্তা অবরোধ করে মূল হত্যাকারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদারসহ বাকিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবীতে এই মানববন্ধন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলছাত্রের স্বজন ও সহপাঠীরা। পরে পুলিশের আশ্বাসে তারা সেখান থেকে ফিরে পূর্বধলা স্টেশনে কিছুক্ষণ অবস্হানের পর উপজেলা পরিষদ গেটে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
গতকাল ১১ ডিসেম্বর উপজেলার পশ্চিম বুধী গ্রামের বুধী-স্যাতাটি রাস্তায় কাবিখা প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদারের ঘুষিতে রেজাউল ইসলাম ওরফে (টিটু) মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত টিটু উপজেলার আগিয়া ইউপির বুধি পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং মজিবর রহমান টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির (ভোকেশনাল) ছাত্র। এ ঘটনার নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে প্রধান আসামী রোমনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পুলিশ স্কুলছাত্র হত্যার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামীদের গ্রেপ্তারের চেস্টা করছে।
এই মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। আটক ২ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মূল আসামী রোমনসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Be First to Comment