নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পশ্চিম বুধী গ্রামের বুধী-স্যাতাটি রাস্তায় কাবিখা প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামে এক স্কুল ছাত্রে নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় পূ্র্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী-স্যাতাটি কাঁচা রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে জমির মালিক আব্দুল হাকিম এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল হাকিমের ভাতিজা রেজাউল ইসলাম ওরফে টিটু ফিরাতে আসলে প্রতিপক্ষ পশ্চিম বুধী গ্রামের আইয়ুব আলী তালুকদার এর ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার ও তার ছোট ভাই সুমন তালুকদার এর ঘুষিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয় ।
পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরবর্তীতে রেজাউল ইসলাম টিটু’র মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ছাত্রলীগ নেতা রোমন তালুকদার এর বাড়ীতে হামলা চালিয়ে আসবাবপত্র সহ ব্যাপক ভাংচুর এর ঘটনা ঘটায়। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
পূর্বধল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Be First to Comment