নেত্রকোণার পূর্বধলায় উপজেলা বিএনপি’র ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি চলাকালীন সময়েই পুলিশের বাঁধার মুখে পরেন নেতা কর্মীরা। এতে বিএনপির নেতাকর্মীসহ পুলিশের চার সদস্য আহত হয়।
বিএনপি’র নেতৃবৃন্দের দাবি প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার সময় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে রাস্তা আটকে জনদুর্ভোগ সৃষ্টি করা ও বিস্ফোরক দ্রব্য রাখার দায়ে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, আব্দুল্লাহ আল হেলালী (৩০), মো. আব্দুল কাদির (৩৫), মো. আল-আমিন খান (৪৪), মো. রাহাতুল ইসলাম রানা (২৪), মো. মঞ্জু মিয়া (৪০), মো. লাল চাঁন (২২), মো. মতিউর রহমান (৪৪), মো. মোস্তফা কামাল (৩১), শফিকুল ইসলাম সরকার (৩৬), মো.জাহাঙ্গীর আলম তালুকদার (৪০), মো. সোহরাব হোসেন (৪০), বকুল দত্ত (২৫), সোহাগ (৩৬)।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের নিকট থেকে চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Be Fir to Comment