সফল রাষ্ট্র নায়ক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামীতে আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। বিদেশীদের কোন তৎপরতায় শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা মাথা নত করবেন না এবং আগামীতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আজ বৃহস্পতিবারের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এসব কথা বলেন। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে দলীয় টিকেট নিয়ে এই আসনে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তাকে জয়ী করে দলকে ক্ষমতায় আনা হলে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন। পূর্বধলায় কোথায়ও কোন কাঁচা রাস্তা থাকবে না, সব রাস্তা পাকা করে দিবেন।
বাঘবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মোঃ আজিম উদ্দিন।
উপজেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাহনাজ পারভীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন খোকন, পূর্বধলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৫ বারের সফল সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্থ এবং পরীক্ষিত সৈনিক। আমরা আশাবাদী আগামীতে এই আসনে আহমদ হোসেন দলীয় মনোনয়ন পাবেন এবং আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করব।
Be First to Comment