নেত্রকোনার পূর্বধলায় বৃদ্ধ আব্দুল মজিদের জীবন চলে প্যাডেল রিকশা চালিয়ে শিরোনামে দৈনিক গণকণ্ঠ, সোনালী নিউজ সহ বেশকিছু অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর (২৬ জুন) সোমবার বেলা ৩ টায় দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বৃদ্ধ আব্দুল মজিদ উপজেলার ঘাগড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছোট্ট একটি জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। বৃদ্ধ বয়সে এসেও তাকে রিক্সা চালিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। কিছুদিন আগে বয়স্ক ভাতার টাকা তার একাউন্টে ঢুকলেও সেই টাকা ভোগ করতে পারেননি। প্রতারকচক্র ফোনের মাধ্যমে নয়-ছয় বুঝিয়ে ৪৫০০ টাকা হাতিয়ে নেন।
একই ইউনিয়নের সানকিডুয়ারি গ্রামের মৃত রেকেন আলী গত রমজানের ঈদে মৃত্যুবরণ করেন যার ফলে উনার স্ত্রী সন্তানাদি নিয়ে অভাবে দিন পাড় করছেন। আব্দুল মজিদের পাশাপাশি সেই পরিবারের মধ্যেই উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশন এর মাধ্যমে ঈদ পূর্ববর্তী উপহার পেয়ে খুশিতে আত্মহারা অসহায় পরিবারগুলো।
নোমান শাহরিয়ার বলেন, ঈদ পূর্ববর্তী সময়ে উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদানের মূল লক্ষ্য হচ্ছে অসহায় পরিবারগুলোর মাঝে কিছুটা ঈদের খুশি পৌঁছানো। দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান উসমান গণি সুমন এর সার্বিক পরামর্শক্রমে আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এর পূর্বেও দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশন সমাজের অসহায়দের পাশে দাঁড়িয়ে আসছে।
উপহার সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন নোমান শাহরিয়ার, মডারেটর আব্দুল্লাহ আল মামুন, মোঃ রফিকুল ইসলাম (রবি), সোলাইমান কবীর পাপ্পু, দৈনিক গণকন্ঠ উপজেলা প্রতিনিধি মোঃ মিঠু সরকার, মাজহারুল ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ।
Be First to Comment