নেত্রকোনার পূর্বধলায় গতকাল শুক্রবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন থেকে পূর্বধলায় আসার পথে চৌরাস্তা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহারুল ইসলাম (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল ৫ ঘটিকায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
নিহত মোটরসাইকেল চালক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পশ্চিম নাগাইন গ্রামের মৃত হাফিজ উদ্দিন ছেলে এবং মোটরসাইকেল আরোহী একই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে আজাহারুল ও আরিফ পূর্বধলার দিকে আসছিলেন। এ সময় চৌরাস্তায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে রাত ৯টায় দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজাহারুল ইসলাম।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক ড্রাইভার পলাতক আছে।
Be First to Comment