নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হতদরিদ্র শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আজ (১১ এপ্রিল) সোমবার বিকাল ৫ টায় পূর্বধলা প্রেসক্লাবের সামনে হতদরিদ্র শ্রমজীবী অসহায় কর্মহীন একশত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উক্ত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে পূর্বধলা উপজেলা শাখার সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক কে,বি,এম নোমান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক ডা: শহীদুল ইসলাম, সম্মানিত সদস্য ফকির শাহ্ মোস্তাফিজ রাজিব, আল মুনসুর।
পূর্বধলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আশা এবং স্বপ্ন নিয়ে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেছেন প্রতিটি নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশা স্বপ্ন পূরণে সারা উপজেলায় মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক লীগকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেছেন।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান কামরুল, ওবায়দুল হক, মোঃ মোশারফ হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, নজরুল ইসলাম, রানা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ খান, মাইনুল ইসলাম অভি, সন্মানিত সদস্য মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন ও মোঃ হাবুল মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ। উক্ত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
Be First to Comment