নেত্রকোণা পূর্বধলায় ২৮ নভেম্বর ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে ইউনিয়নে চেয়ারম্যান একজন সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) তিনজন ও সাধারণ আসনের সদস্য নয়জন নির্বাচিত হন তাদের সকলের তথ্য।
ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী এ,কে,এম মাজহারুল ইসলাম পিতা- এ.টি.এম সিরাজুল ইসলাম গ্রামঃ মেঘশিমুল।
সংরক্ষিত আসনের সদস্য (মহিলা) ১,২,৩ থেকে নির্বাচিত হয়েছেন তারমিনা স্বামীঃ নজরুল ইসলাম গ্রামঃ বাশা। ৪,৫,৬ থেকে তাছলিমা আক্তার পিতাঃ সহর আলী গ্রামঃ গিরিয়াশা। ৭,৮,৯ থেকে মোছাঃ আলিয়া আক্তার স্বামী- মোঃ আজিম উদ্দিন গ্রাম-মেঘশিমুল।
সাধারণ আসনের সদস্য ০১ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আওয়াল পিতা- আব্দুল করিম মুন্সী গ্রাম-ঘাগড়া। ০২ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন হক মিয়া মন্ড়ল পিতা- মোঃ রমজান আলী গ্রামঃ সানকাডুয়ারী। ০৩ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান পিতা- আবদুল আজিজ খান গ্রাম- পানিশানা। ০৪ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন ইসহাক মিয়া পিতা- মোঃ সাহেদ আলী গ্রামঃ কাপাসিয়া। ০৫ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ মোনায়েম খান পিতা- মুক্তার উদ্দিন গ্রাম- খাটুয়ারী।
০৬নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল বারেক পিতাঃ নজু ভূঁইয়া গ্রামঃবহুলী। ০৭ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ হাতিম খান পিতাঃ কদর খান গ্রামঃ মেঘশিমুল বিশ্বাসপাড়া। ০৮ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ জুলহাস খান পিতাঃ মারফত আলী গ্রামঃ মেঘশিমুল ও ০৯ নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোঃ রজব আলী পিতা- মিরাশ আলী গ্রাম- মেঘশিমুল।
Be First to Comment