দর্পন ডেস্কঃ নেত্রকোণার পূর্বধলায় গোজাখালিকান্দা স্বাবলম্বী মৎস্যজীবি সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার গোজাখালিকান্দা স্বাবলম্বী মৎস্যজীবি সমবায় সমিতির কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৩১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মো. আব্দুল হাকিম (ছাতা প্রতীকে) সভাপতি পদে ১৮ ভোট, হুসেন আলী (মাছ) সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট ও আব্দুর রহমান (মোরগ) কোষাধ্যক্ষ পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন, একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক মাহমুদুল হাসান, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সবুজ এরং সমবায় অফিসের অফিস সহকারী মানিক চন্দ্র।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম ও উপজেলা সমবায় অফিসার মোঃ উছমান গণি নির্বাচন পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন রকম বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পূর্বধলায় মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from জীবনধারাMore posts in জীবনধারা »
More from ব্যবসাMore posts in ব্যবসা »
More from সকল সংবাদMore posts in সকল সংবাদ »
Be First to Comment