নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের দয়াল বাজার এলাকায় আজ শনিবার সকালে মোটরসাইকেলসহ হুমায়ুন মিয়া (২২) নামের এক চোরকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। হুমায়ুন মিয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মসজিদ থেকে ফজরের নামাজ শেষ করে মুসল্লীরা বাড়ি ফিরছিলেন। এসময় তিনজন যুবককে একটি মোটরসাইকেল ঠেলিয়ে নিতে দেখে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করার জন্য এগিয়ে গেলে দুইজন দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় হুমায়ুন মিয়া। পরে তাকে মোটরসাইকেলসহ আটক করে পূর্বধলা থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
উপজেলায় দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেই চলছে। গত শুক্রবার সন্ধ্যায়ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকেও একটি মোটরসাইকেল চুরি হয়েছে। পুলিশকে মোটরসাইকেল চুরির বিষয়ে অবগত করলেও কোন চোরকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে একটি নীল রংয়ের ১০০সিসি টিভিএস মেট্রো মোটরসাইকেল ও হুমায়ুন মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে।
Be First to Comment