নেত্রকোণার পূর্বধলায় “তালুকদার মটরস” নামে হিরো মোটর সাইকেলের শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় পূর্বধলা বাজারের থানা রোডে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শো-রুমের উদ্বোধন করেন হিরো মটরস রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, শো-রুমের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তালুকদার, শো-রুমের পরিচালক হুমায়ূন কবীর তুহিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, হিরো মটরস আফটার সার্ভিস ম্যানেজার মাইনুল আসাদ, টেরিটোরি ম্যানেজার (সেলস্) মাহমুদুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ূব আলী, নিজাম উদ্দিন, মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক জুলফিকার আলী শাহীন, মুক্তিযোদ্ধাগণ, পূর্বধলা বাজার বণিক সমিতির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্বধলা সাব রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাও বোরহান উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
শো-রুমের পরিচালক হুমায়ূন কবীর তুহিন জানান, মোটরসাইকেল সেবা প্রদানের লক্ষ্যে পূর্বধলা উপজেলায় এই প্রথম হিরোর শো-রুমের উদ্বোধন করা হয়েছে। কিস্তি পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি এবং দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে গ্রাহকদের প্রতিটি মোটরসাইকেল সার্ভিসিং করানো হবে।

পূর্বধলায় হিরো মোটরসাইকেল শো-রুম উদ্বোধন
More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from জীবনধারাMore posts in জীবনধারা »
- পূর্বধলায় দীর্ঘ ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- পূর্বধলায় শালদিঘা গ্রামের এক যুবকের রহস্যজনক মৃত্যু
- পূর্বধলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ
- পূর্বধলায় চায়ের দোকানে টেলিভিশন ক্রিকেট জুয়া বন্ধে ওসির প্রচারণা
- পূর্বধলায় আহমদ হোসেনের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
More from ব্যবসাMore posts in ব্যবসা »
Be Fir to Comment