দর্পন প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রেশমা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ৩৫৯/৮-৯ পিলারের পাশে জারিয়া বালুঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা আক্তার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি মো. আব্দুল মোমেন জানান, আজ সকাল সাড়ে এগারোটার দিকে জারিয়া রেলওয়ে স্টেশন এলাকার ৩৫৯/৮ ও ৯ অতিক্রম করছিল। এ সময় ওই নারী রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
Be First to Comment